ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

পারিবারিক সহিংসতা প্রতিরোধে অমিতাভ রেজার প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
পারিবারিক সহিংসতা প্রতিরোধে অমিতাভ রেজার প্রামাণ্যচিত্র

পারিবারিক সহিংসতা প্রতিরোধে প্রামাণ্যচিত্র নির্মাণ করলেন অমিতাভ রেজা। বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালেয়র ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এর প্রদর্শনী হবে।

পারিবারিক সহিংসতা প্রতিরোধে প্রামাণ্যচিত্র নির্মাণ করলেন অমিতাভ রেজা। বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালেয়র ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এর প্রদর্শনী হবে।

মূলত পারিবারিক সহিংসতা শিকার হয়েছেন এমন সত্যি ঘটনা ও এই আইনের প্রধান ধারাগুলো নিয়েই সাজানো প্রামাণ্যচিত্রটি। প্রদর্শনীর পর থাকবে পারিবারিক সহিংসতা প্রতিরোধে তরুণদের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনা।

দেশের শতকরা ৮৭ ভাগ নারী কোনো না কোনোভাবে পরিবারের সদস্যদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়। যৌতুক, শ্বশুরবাড়ির অত্যাচার, যৌন নির্যাতন ইত্যাদি পরিবারের অভ্যন্তরেই ঘটে। এ বিষয়টি মাথায় রেখে নির্মাণ করা হয়েছে প্রামাণ্যচিত্রটি। এর মূলমন্ত্র হলো- ‘আওয়াজ তুলি, পারিবারিক সহিংসতাকে না বলি’।

এই প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য পারিবারিক নির্যাতন প্রতিরোধে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কেয়ার জানিয়েছে, যুবসমাজ যেন নির্যাতন প্রতিরোধে উদ্যোগী হয় তা নিশ্চিত করতেই এটি তৈরি হয়েছে। নির্যাতনের এই চিত্রকে বদলাতে প্রয়োজন তরুণদের। তারুণ্যই সমাজের সব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।