ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বলিউডের খোঁচা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বলিউডের খোঁচা (বাঁ থেকে) টুইংকেল খান্না, দিয়া মির্জা ও হুমা কুরেশি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এদিকে বলিউড তারকারা হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়ে টুইটারে নানান বক্তব্য দিয়েছেন। তাদের বেশিরভাগই আমেরিকার মঙ্গল কামনা করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। গত ৮ নভেম্বর মূল ভোটযুদ্ধের রাজ্য ওহাইও, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় জিতেছেন ট্রাম্প।

তিনি এখন হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে বলিউড তারকারা হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়ে টুইটারে নানান বক্তব্য দিয়েছেন। তাদের বেশিরভাগই আমেরিকার মঙ্গল কামনা করেছেন। অভিনেত্রীদের মধ্যে টুইংকেল খান্না লিখেছেন, ‘হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে শুধু একটি পরাবাস্তব দুঃস্বপ্নই মনে হবে না, নারী-বিদ্বেষী তুরুপের তাস দিয়ে জিতে গেলো। ভাগ্যিস নির্বোধ আর বর্ণবাদী ট্রাম্প নারীবাদী নন!’

দিয়া মির্জার মতে, ‘জলবায়ু পরিবর্তন হচ্ছে মানতে নারাজ একজন মানুষ বিশ্বকে নেতৃত্ব দেবে!’ রাধিকা আপ্তে লিখেছেন, ‘দুঃখজনক, জঘন্য ও ভীতিকর। কী যে আছে সামনে কে জানে!’ হুমা কুরেশি বলেন, ‘প্রিয় আমেরিকা, তোমরা মাত্রাতিরিক্ত রিয়েলিটি টিভি দেখো বলেই ট্রাম্প জিতলো। ’

অভিনেত্রী রিচা চাড্ডা জানালেন, ‘মাত্র ঘুম থেকে উঠলাম। আবার ঘুমোতে চাই!’ সানি লিওন মনে করেন, ‘সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যুক্তরাষ্ট্রের পুরো সরকারি ব্যবস্থা এখন লালে লাল! ট্রাম্প যা চান তা অর্জন করতে খুব বেশি বাধার সম্মুখীন হতে হবে না তাকে। ’

পূজা ভাট লিখেছেন, ‘বিজয়ের পর ট্রাম্প সিক্রেট সার্ভিসকে (গোয়েন্দা সংস্থা) সত্যিই ধন্যবাদ দিয়েছেন? হ্যাঁ, তিনি তা করেছেন। ডিজনিল্যান্ডে স্বাগতম। ’ মাহিরা খান বলেন, ‘একেই বলে প্রথম শ্রেণীর দেশের রাজনীতি। ’

অভিনেতা অর্জুন রামপাল বলেন, ‘ওরে বাবা! জিতে গেলো। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় যেতে ইচ্ছুক সবাই ভিসা পাবে আশা করি। ’ কবির খান মনে করিয়ে দিয়েছেন আইনস্টাইনের একটি উক্তি যা এখনও প্রাসঙ্গিক। যেখানে তিনি বলেন, ‘শুধু দুটি বিষয়ই চিরন্তন। মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতা। আমার আগেরটা সম্পর্কে ধারণা নেই। ’

খোঁচা মেরে গীতিকার জাভেদ আখতার বলেন, ‘ট্রাম্পের মতো নেতা আমাদের নিকৃষ্টতার সঙ্গে সম্পৃক্ত হয়ে বলতে পারেন, নিজেকে দোষী ভাববেন না কারণ এমন আরও অনেক দুশ্চরিত্র আছে। এজন্যই হয়তো তাকে আমাদের ভালো লাগে। ’

অবশ্য পার্টির মেজাজে আছেন নির্মাতা রামগোপাল ভার্মা। তিনি বলেন, ‘চার মাসেরও বেশি সময় আগে ট্রাম্পের বিজয় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলাম বলে নিজেকে অভিনন্দন জানাতে পারি। ’

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।