ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বিপদাপন্ন চলচ্চিত্রাঙ্গনে ঈদের প্রস্তুতি

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১
বিপদাপন্ন চলচ্চিত্রাঙ্গনে ঈদের প্রস্তুতি

বাংলাদেশের চলচ্চিত্রে চলছে ভীষণ মন্দাভাব। নতুন ছবি মুক্তির হার আশংকাজনক ভাবে কমে গেছে।

হাতেগোনা দু-একজন ছাড়া নির্ভর করার মতো শিল্পী নেই। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে সারাদেশে । এদিকে বিষফোঁড়ার মতোই নাকের ডগায় ভর করেছে বানিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি প্রদর্শনের পাঁয়তারা। সব মিলিয়ে আমাদের চলচ্চিত্রের অস্তিত্বই হয়ে উঠেছে হুমকির সম্মুখীন।

ঢালিউডের এই বিপর্যস্ত পরিস্থিতিতেও থেমে নেই ঈদের প্রস্তুতি। কারণ ঈদ মানেই আনন্দ-উৎসব। একশ্রেণীর দর্শক উৎসব আমেজ নিয়ে ঈদে সিনেমা হলে ছবি দেখতে আসে। তাই ঈদে মুক্তি পাওয়া ছবির বানিজ্যিক সাফল্যের হার বেশি। কয়েক বছর আগেও দেখা যেতো ঈদে মুক্তির মিছিলে এক ডজনেরও বেশি ছবিকে প্রতিযোগিতায় নামতে। তার মধ্যে মুক্তি পেতো প্রায় হাফ-ডজন ছবি। কিন্তু সাম্প্রতিক সময়ে পৌঁছে পাল্টে গেছে সেই চিত্র।

আসছে ঈদে মুক্তির মিছিলে এবার আছে চারটি ছবি। সেন্সর বোর্ডে জমা পড়া এ চারটি ছবি হলো ‘টাইগার নম্বর ওয়ান’, ‘আমার পৃথিবী তুমি’, ‘জান কোরবান’ ও ‘একবার বলো ভালবাসি’। তবে এই মিছিলে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে শেষ মুহূর্তে বাড়তে পারে ছবির সংখ্যা।  

ঈদে মুক্তির মিছিলে থাকা ছবিগুলোর মধ্যে ‘টাইগার নাম্বার ওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। অ্যাকশনধর্মী এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, নিপুন, মিশা সওদাগর প্রমুখ। গাজী মাহবুবের পরিচালনায় নির্মিত ছবি ‘আমার পৃথিবী তুমি’। সোশাল-রোমান্টিক গল্পের এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, ডিপজল, রেসি, ইমন, সাহারা, মিশা সওদাগর প্রমুখ। সোশাল অ্যাকশনধর্মী ছবি ‘জান কোরবান’ পরিচালনা করেছেন এমবি মানিক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নূতন, আলীরাজ, আফজাল শরীফ, হারুন কিসিঞ্জার, ইলিয়াস কোবরা, শানু শিবা,  মিশা সওদাগর প্রমুখ। বদিউল আলম খোকন পরিচালিত রোমান্টিক ছবি ‘একবার বলো ভালবাসি’। অভিনয়ে রয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস, তমা মির্জা, মিশা সওদাগর ও আরো অনেকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।