ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

ইরানিদের কান জয়

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ইরানিদের কান জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: দক্ষিণ ফরাসি উপকূলে উড়লো ইরানিদের বিজয় পতাকা। আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ কান উৎসবের সমাপনী রাতটাকে স্মরণীয় করে রাখলো ইরানি চলচ্চিত্র শিল্পের জন্য।

ছবিটির জন্য শাহাব হোসেইনি সেরা অভিনেতা ও আসগর জিতেছেন সেরা চিত্রনাট্যকারের পুরস্কার।
 
ফলে একদিনের ব্যবধানে আবার সংবাদ সম্মেলন কক্ষে এলেন অস্কারজয়ী আসগর ফারহাদি ও ইরানি সুপারস্টার শাহাব হোসেইনি। আসগর বলেছেন, ‘ইরানি ছবির ট্রিবিউট হিসেবে এই পুরস্কার গ্রহণ করেছি। ’ শাহাব মনে করিয়ে দিলেন, ‘সাতটি মূল পুরস্কারের মধ্যে দুটি পেয়েছে আমার দেশ ইরান। এটা চমৎকার ব্যাপার। ’
 
সত্যি, কানের কোনো আসরে একই ছবির দুটি পুরস্কার জয়ের ঘটনা বিরল। রোববার (২২ মে) বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই আয়োজনের ৬৯তম আসরের চূড়ান্ত ফয়সালায় দুই ইরানির জয় এখন সর্বত্র আলোচিত।
 
গত ২১ মে প্রতিযোগিতা বিভাগের শেষ ছবি হিসেবে প্রদর্শিত হয় ‘দ্য সেলসম্যান’। কে জানতো শেষে এসে বাজিমাত করে দেবে এটি! এ ছবিতে মঞ্চনাটকের সঙ্গে জীবনকে মিলিয়ে আসগর ফারহাদির গল্প বলার ধরণ বিচারকদের মুগ্ধ করেছে। বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন অস্ট্রেলিয়ার খ্যাতিমান পরিচালক জর্জ মিলার।
 
ছবিটির গল্প ইমাদ ও রানা দম্পতিকে ঘিরে। স্ত্রী শ্লীলতাহানির শিকার হওয়ার পর স্বামীর মানসিক অবস্থা রয়েছে এতে। তারা দু’জনই অভিনয় করেন আর্থার মিলারের ‘ডেথ অব অ্যা সেলসম্যান’ নাটকে। ইমাদের ভূমিকায় শাহাবের অভিনয় বিচারকদের মন জিতেছে। তাদের মধ্য থেকে মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন ডান্সট ও ইরানি প্রযোজক কাতায়ু শাহাবি তার হাতে পুরস্কার প্রদান করেন।
 
আসগরের অস্কারজয়ী ছবি ‘অ্যা সেপারেশন’-এ অভিনয় করেও প্রশংসিত হয়েছিলেন শাহাব। সমাপনী মঞ্চে ৪২ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘জুরি ও কানকে ধন্যবাদ জানাই। আমার মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য আসগরকেও ধন্যবাদ। জানি এই প্রশংসা আমার দেশের পাওনা। ভালোবাসা ও অন্তর থেকে তাদেরকে উৎসর্গ করছি এটি। ’
 
আসগরের হাতে পুরস্কার তুলে দেন বিচারকদের মধ্য থেকে ইতালিয়ান অভিনেত্রী ভ্যালেরিয়া গলিনো ও হাঙ্গেরিয়ান পরিচালক লাসলো নেমেস। নিজের নাম ঘোষণা হতেই চমকে যান আসগর। পুরো টিমকে ধন্যবাদ দিয়ে ৪৪ বছর বয়সী এই নির্মাতা বলেছেন, ‘আমার ছবি দেশের জন্য তেমন একটা খুশির উপলক্ষ্য হয় না! দেশের জন্য কিছু আনন্দ বয়ে আনতে পেরে আমি খুব খুশি। ’
 
এবারের উৎসবে মূল প্রতিযোগিতা পর্বে অংশ নেয় ২১টি ছবি। এর অনেক ছবিকেই ফিরতে হয়েছে শুন্য হাতে। সেখানে ইরানিদের দুটি বিভাগে সেরা হওয়াটা নিঃসন্দেহে অন্যতম অর্জন।
 
২০১৩ সালে আসগর ফারহাদির ‘দ্য পাস্ট’ কানের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছিলো। ওই ছবিতে দারুণ অভিনয়ের জন্য বেরেনিস বেসো সেরা অভিনেত্রী হন। এবার আসগরের হাতেও এলো পুরস্কার।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
জেএইচ
** কানের অভিজাত ক্লাবে কেন লোচ
** ব্রিটিশদের হাতে স্বর্ণপাম
** যেভাবে বানায় স্বর্ণপাম
** 'দেখা হবে আগামী বছর'
** লালগালিচা লালে লাল!
**কার ভাগ্যে স্বর্ণপাম?

** শেষ মঞ্চ প্রস্তুত
** শেষবেলায় মেল গিবসনের অ্যাকশন
** জিতে গেলো সাদাকালো যুগের প্রেম
** ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা
** আসগর ফারহাদির ইরান ও কানে ফেরা
** লালগালিচায় তোলা ছবির দাম

** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।