ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

কান ক্ল্যাসিকসে খান আতার ছবি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
কান ক্ল্যাসিকসে খান আতার ছবি

কান (ফ্রান্স) থেকে : কানসৈকতে বসে দেখলাম মেঘনা নদী! উপভোগ করলাম বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা খান আতাউর রহমানের অভিনয়। গল্প নয় সত্যি!

কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ধ্রুপদী ছবির বিভাগ কান ক্ল্যাসিকসে রাখা হয়েছে খান আতা অভিনীত উর্দু ছবি ‘জাগো হুয়া সাভেরা’ (১৯৫৮)।

এর দৃশ্যায়ন হয়েছিলো ঢাকা থেকে ৩০ মাইল দক্ষিণে মেঘনা নদীর তীরের এক জেলেপল্লীতে।

 

উৎসবের মূলকেন্দ্র প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের সাল বুনুয়েল প্রেক্ষাগৃহে রোববার (১৫ মে) সকাল ১১টায় ছিলো আইজাই কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’র প্রদর্শনী। এ ছবির সহকারী পরিচালক ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান।

খান আতা ও জহির রায়হান- বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি সময়ের সঙ্গে যুক্ত দু'জন কাজ করেছেন এমন ছবি কানে দেখার অনুভূতি অন্যরকম। পাকিস্তানি ছবি বলা হলেও এর পরতে পরতে আছে বাংলাদেশ!

ছবিটিতে জেলে কাসিম চরিত্রে দেখা যায় খান আতাকে। তবে পর্দায় তার নাম উল্লেখ করা হয়েছে আনিস। তখন তিনি এই নামেই পরিচিত ছিলেন। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন কলকাতার তৃপ্তি মিত্র।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ অবলম্বনে কবি ফয়েজ আহমেদ ফয়েজের চিত্রনাট্যে তৈরি হয় ছবিটি। তদানীন্তন পূর্ব পাকিস্তানের জেলে সম্প্রদায়ের জীবনযাপন নিয়েই এর গল্প। তারা প্রত্যেকেই নিজের একটি নৌকার স্বপ্ন দেখে। এবারই প্রথম কোনো পাকিস্তানি ছবির প্রদর্শনী হলো কানে।

'জাগো হুয়া সাভেরা'র মূল নেগেটিভ হারিয়ে গেছে। ছবিটি ও এর শব্দ পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করেছে লন্ডনের ডিলাক্স রিস্টোরেশন। তাদেরকে ছবিটি দিয়েছে ছবিটির প্রযোজক নোমান তাসিরের ফাউন্ডেশন। তার ছেলে আনজুম তাসির বাবার নামে ফাউন্ডেশনটি চালান।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬
জেএইচ/আরআইএস

** 
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া
**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।