ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

বাহরাইনের খলিফার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে দিলেন জ্যাকুলিন

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ৪, ২০১১
বাহরাইনের খলিফার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে দিলেন জ্যাকুলিন

বলিউডে হটেস্ট লুক নিয়ে ‘মার্ডার ২’-এর নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ নজর কেড়েছেন দর্শকদের। প্লে-বয় হিরো ইমরান হাশমির সঙ্গে এই ছবিতে জ্যাকলিনকে খুব অন্তরঙ্গ ভঙ্গিতে রোমান্স করতে দেখা গেছে।

বাস্তবজীবনে শ্রীলংকান বংশোদ্ভূত বলিউডের এই হট-তারকার রোমান্স ছিল বাহরাইনের খলিফা শেখ হাসান বিন রশিদ আল খলিফের সঙ্গে ।

সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজ খলিফা শেখ হাসান বিন রশিদের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে দিয়ে আবার একা হয়ে গেছেন। জানা গেছে, পরিচালক সাজিদ খানকে ঘিরে জ্যাকলিনের গোপন সম্পর্কের গুঞ্জন বিষয়ে খলিফা জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে পড়েন জ্যাকুলিন। তারই রেশ ধরে খলিফার সঙ্গে ২ বছরের সম্পর্কের ইতি টানেন তিনি।

নির্ভরযোগ্য  সুত্রে জানা যায়, শুধু এ কারণেই নয়, তাদের মাঝে কিছু ব্যাপার নিয়ে আগে থেকেই ঝামেলা চলছিলো। জ্যাকুলিন কিছুদিন ধরে তাদের সম্পর্কে মধ্যে খানিকটা দুরত্ব বজায় রেখে চলা শুরু করেন। আগে যেভাবে একসঙ্গে তারা সময় কাটাতেন সেটি জ্যাকুলিনের কারণেই সম্ভব হচ্ছিল না। কারণ হঠাৎ করেই  ক্যারিয়ার নিয়ে খুবই উচ্চাভিলাষী হয়ে উঠেন মিস শ্রীলঙ্কা খেতাববিজয়ী জ্যাকুলিন ফার্নান্দেজ।

খলিফ নিজেই একতরফাভাবে কিছুদিন যাবৎ সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন। তিনি সবসময় জ্যাকুলিনকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কিন্তু জ্যাকুলিন তার কাছে বিভিন্ন বিষয় নিয়ে লুকোচুরি করতেন। যা খলিফার মনে নানারকম সন্দেহ তৈরি করে।

খলিফা শেখ হাসান বিন রশিদ আর জ্যাকুলিন বিয়ে করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই জ্যাকুলিনের চালচলনে পরিবর্তন দেখা যায়। সম্পর্কের ব্যাপারে তিনি হয়ে পড়েন উদাসীন। এ বিষয়ে খলিফা প্রশ্ন তুললে জ্যাকুলিন তাকে সরাসরি সম্পর্ক ভেঙ্গে দেওয়ার বিষয়টি জানিয়ে দেন। জ্যাকুলিন খলিফাকে জানান, তার ক্যারিয়ারের কাছে তাদের সম্পর্কের ব্যাপারটি নিতান্তই তুচ্ছ ব্যাপার।

বাংলাদেশ সময় ১৬৪৫, জুলাই ০৪, ২০১১

 m‡½ m¤úK© †f‡½ w`‡jb R¨vKwjb

 

Abb¨v Avkivd

 

ewjD‡W n‡U÷ jyK wb‡q ÔgvW©vi 2Õ-Gi bvwqKv R¨vKwjb dvb©v‡›`R bRi †K‡o‡Qb `k©K‡`i| †cø-eq wn‡iv Bgivb nvkwgi m‡½ GB Qwe‡Z R¨vKwjb‡K Lye AšÍi½ fw½‡Z ‡ivgvÝ Ki‡Z †`Lv †M‡Q| ev¯ÍeRxe‡b kªxjsKvb es‡kv™¢~Z ewjD‡Wi GB nU-ZviKvi †ivgvÝ wQj evnivB‡bi Lwjdv †kL nvmvb web iwk` Avj Lwj‡di m‡½ |

 

m¤úªwZ R¨vKwjb dvb©v‡›`R Lwjdv †kL nvmvb web iwk‡`i m‡½ m¤úK© †f‡½ w`‡q Avevi GKv n‡q †M‡Qb| Rvbv †M‡Q, cwiPvjK mvwR` Lvb‡K wN‡i R¨vKwj‡bi †Mvcb m¤ú‡K©i ¸Äb wel‡q Lwjdv Rvb‡Z PvB‡j wÿß n‡q c‡ob R¨vKwjb| ZviB †ik a‡i Lwjdvi m‡½ 2 eQ‡ii m¤ú‡K©i BwZ Uv‡bb wZwb|

 

wbf©i‡hvM¨  my‡Î Rvbv hvq, ïay G Kvi‡YB bq, Zv‡`i gv‡S wKQy e¨vcvi wb‡q Av‡M †_‡KB Sv‡gjv PjwQ‡jv| R¨vKwjb memgq Zv‡`i m¤ú‡K© g‡a¨ LvwbKUv `yiZ¡ eRvq †i‡L Pj‡Zb| Av‡M †hfv‡e GKm‡½ Zviv mgq KvUv‡Zb †mwU R¨vKwj‡bi Kvi‡YB m¤¢e nw”Qj bv| KviY nVvr K‡iB R¨vKwjb Zvi K¨vwiqvi wb‡q LyeB D”Pvwfjvlx n‡q D‡Vb|

 

Lwjd wb‡RB GKZidvfv‡e wKQzw`b a‡i m¤úK© a‡i m¤úK© a‡i ivLvi †Póv K‡ib| wZwb memgq R¨vKwjb‡K Kv‡Ri †ÿ‡Î mn‡hvwMZv K‡i‡Qb| wKš‘ R¨vKwjb Zvi Kv‡Q wewfbœ welq wb‡q jy‡KvPzwi Ki‡Zb| hv Lwjdvi g‡b bvbviKg m‡›`n ˆZwi K‡i|

 

Lwjdv †kL nvmvb web iwk` Avi R¨vKwjb we‡q Kivi cwiKíbv MÖnY K‡iwQ‡jb| wKš‘ nVvr K‡iB R¨vKwj‡bi PvjPj‡b cwieZ©b †`Lv hvq| m¤ú‡K© e¨vcv‡i wZwb n‡q c‡ob D`vmxb| G wel‡q Lwjdv cÖkœ Zzj‡j R¨vKwjb Zv‡K mivmwi m¤úK© †f‡½ †`Iqvi welqwU Rvwb‡q †`b| R¨vKwjb Lwjdv‡K Rvbvb, Zvi K¨vwiqv‡ii Kv‡Q Zv‡`i m¤ú‡K©i e¨vcviwU wbZvšÍB Zz”Q e¨vcvi|

 

evsjv‡`k mgq 1645, RyjvB 04, 2011

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।