ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ঢাকা রাঙালো চীনের তিয়ানজিন আর্ট ট্রুপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ঢাকা রাঙালো চীনের তিয়ানজিন আর্ট ট্রুপ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা মাতালো চীনের তিয়ানজিন আর্ট ট্রুপ। রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তাদের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ ছিলেন অতিথিরা।



অনুষ্ঠানে চার মিনিট ছিলো চীনা মার্শাল আর্ট। চীনা অপেরায় নারীর ভূমিকা উঠে আসে অ্যাক্রোবেটিকসে। এ ছাড়া ছিলো যন্ত্রসংগীত, নাচ ও বাংলা লোকগান।

চীনা শুভ নববর্ষ ও বসন্ত উৎসব উপলক্ষে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ সেন্টার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিরাই উপভোগ করতে পেরেছেন। এ অনুষ্ঠানে সহযোগিতা করেছে হুয়াই টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।

গত ১৫ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছায় তিয়ানজিন আর্ট ট্রুপ। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আবার তাদের পরিবেশনা রয়েছে। এ অনুষ্ঠানও আমন্ত্রিতদের জন্য। ১৯ জানুয়ারি দলটি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ সময় : ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।