ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

চলচ্চিত্রের আবহসংগীতে প্রত্যয় খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, জানুয়ারি ৬, ২০১৬
চলচ্চিত্রের আবহসংগীতে প্রত্যয় খান প্রত্যয় খান

গায়ক ও সংগীত পরিচালক হিসেবে আলোচনা তৈরি করেছেন প্রত্যয় খান। বাবা সুরকার রিপন খান ও  বড় ভাই হৃদয় খানের হাত ধরে সংগীতাঙ্গনে তিনি তুলে ধরেছেন নিজেকে।

এবার নতুন মাত্রা যুক্ত হলো তার নামের পাশে। প্রত্যয় এবার যুক্ত হয়েছেন চলচ্চিত্রের সঙ্গে। আবহসংগীত পরিচালনা করছেন তিনি।

কিশোর গায়ক প্রত্যয় জানান, এর অাগে বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল তৈরির অভিজ্ঞতা রয়েছে তার। ছবির গান কিংবা আবহসংগীত করার ইচ্ছে ছিলো। সেই সুযোগ মিললো এবার। ছবিটির নাম ‘মুখোশ মানুষ-দ্য ফেইক’।

ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় এতে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, কল্যাণ, রাইজা, লামিয়া মিমো, বড়দা মিঠু প্রমুখ। ছবিটির ট্রেলার ইউটিউবে প্রকাশের পরপরই আলোচিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।