ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিনোদন

আগামী বছরেই সালমানের বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আগামী বছরেই সালমানের বিয়ে!

সালমান খান এখন মুক্ত। তেরো বছর ধরে কাঁধে বয়ে চলা গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার অভিযোগ সরে গেছে তার ওপর থেকে।

এখন শান্তিতে ঘুমাতে পারছেন বলিউডের এই তারকা। এবার আর একা থাকতে চান না। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছেন তিনি।

বহু বছর ধরেই সালমানের বিয়ে নিয়ে মুখরোচক নানান খবর রটে আসছে। কাকে বিয়ে করবেন, কবে বিয়ে করবেন- এসব নিয়ে কৌতূহলের অন্ত নেই। ৪৯ বছর বয়সী এই অভিনেতা জানিয়ে রেখেছিলেন, আদালতের রায় শোনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।

শোনা যাচ্ছে, কথিত প্রেমিকা লুলিয়া ভানটুরকেই আগামী বছর বিয়ে করবেন সালমান। রোমানিয়ান এই মডেলকে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার তার সঙ্গে দেখা গেছে। আর কয়েকদিন পর (২৭ ডিসেম্বর) ৫০তম জন্মদিনের কেক কেটে বিয়ের ঘোষণা দেওয়ার সম্ভাবনা ছড়িয়ে দিয়েছেন সল্লু।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।