[x]
[x]
ঢাকা, সোমবার, ৬ ফাল্গুন ১৪২৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

মৌসুমীর ঠোঁটে জনপ্রিয় ১০ গান (ভিডিও)

2437 |
আপডেট: ২০১৫-১১-০৩ ১:৫৬:০০ এএম
মৌসুমী / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌসুমী / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নব্বই দশকের শুরুর দিকে শুরু, এখনও সাফল্যের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এক সময়ের এই ফটোসুন্দরী একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নব্বই দশকের শুরুর দিকে শুরু, এখনও সাফল্যের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এক সময়ের এই ফটোসুন্দরী একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি কয়েকটি ছবিতে গেয়েছেন গানও। গীতিকার হিসেবেও পাওয়া গেছে তাকে। করেছেন ছবি পরিচালনা। সব মিলিয়ে তাকে অলরাউন্ডার বলাই যায়!

রূপালি পর্দায় মৌসুমীর ঠোঁটে শোনা গেছে অসংখ্য শ্রোতাপ্রিয় গান। আজ (৩ নভেম্বর) তার জন্মদিনে তেমন ১০টি গানের ভিডিও উপভোগ করা যাক—    

* ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির গান ‘ও আমার বন্ধু গো’:


* ‘অন্তরে অন্তরে’ ছবির গান ‘এখানে দুজনে’:


* ‘ভাঙচুর’ ছবির গান ‘সবার জীবনে প্রেম আসে’:


* ‘খায়রুন সুন্দরী’ ছবির গান ‘খায়রুন লো’:


* ‘লুটতরাজ’ ছবির গান ‘অনন্ত প্রেম’:


* ‘আম্মাজান’ ছবির গান ‘তোমার আমার প্রেম’:


* ‘স্বজন’ ছবির গান ‘দেখেছি প্রথমবার:


* ‘লজ্জা’ ছবির গান ‘তুমি যে কখন এসে মন চুরি করেছো’:


* ‘গরীবের রানী’ ছবির গান ‘ও চাঁদ তুমি’:


* ‘বিশ্বপ্রেমিক’ ছবির গান ‘এই তো প্রথম একটি মেয়ে’:


বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এসও/জেএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache