ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তারার ফুল

জন্মদিনে আলম খানের জনপ্রিয় ১০ গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
জন্মদিনে আলম খানের জনপ্রিয় ১০ গান আলম খান

সুরের জাদুকর আলম খান পৌঁছে গেছেন ৭১-এ। ১৯৪৪ সালের আজকের দিনে সিরাজগঞ্জের বানিয়াগাথি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭০ সালে আবদুল জব্বার খানের ‘কাঁচ কাটা হীরে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে শুরু, এরপর তিনি অসংখ্য ছবির গানে সুর দিয়েছেন, সংগীত পরিচালনা করেছেন, পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এই সুরস্রষ্ঠার অধিকাংশ গানই কাল জয় করেছে।

‘বড় ভাল লোক ছিল’ (১৯৮২), ‘তিন কন্যা’ (১৯৮৫), ‘সারেন্ডার’ (১৯৮৭), ‘দিনকাল (১৯৯২) এবং ‘বাঘের থাবা’ (১৯৯৯) ছবিগুলোর জন্য শ্রেষ্ঠ সংগীতপরিচালক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ সুরকার হিসেবে ২০০৮ সালে পেয়েছেন ‘কি জাদু করিলা’ ছবির জন্য। আলম খানের জন্মদিনে তারই দশটি জনপ্রিয় গান তুলে ধরা হলো বাংলানিউজের পাঠকদের জন্য।

* ওরে নীল দরিয়া


* হায়রে মানুষ রঙিন ফানুস


* আমি রজনীগন্ধা ফুলের মতো


* ডাক দিয়াছেন দয়াল আমারে


* কি জাদু করিলা পিরিতি শিখাইলা


* সবাই তো ভালোবাসা চায়


* চুমকি চলেছে একা পথে


* আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে


* আমি একদিন তোমায় না দেখিলে


* তুমি তো এখন আমারই কথা ভাবছো


বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।