ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিনোদন

গুরু তুমি ফিরে আসো

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ২৮, ২০১১
গুরু তুমি ফিরে আসো

স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা পপসম্রাট আজম খানের সর্বশেষ শারীরিক অবস্থা জানার জন্য স্কয়ার হাসপাতালে ভিড় লেগে আছে। ২৭ মে বিকাল থেকেই শিল্পী-শুভানুধ্যায়ী-ভক্তরা হাসপাতালে ভিড় জমায়।

শিল্পীর জন্য সবার প্রার্থনা, গুরু তুমি ফিরে আসো।

সিসিইউতে থাকা আজম খানের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য স্কয়ার হাসপাতালে আসেন আইয়ুব বাচ্চু, ফকির আলমগীর, জেমস, আগুন, বিপ্লব, ফাহমিদা নবী, ফেরদৌস ওয়াহিদ, হাবিব, বাপ্পা মজুমদার, হামিন আহমেদ, কুমার বিশ্বজিৎ, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, বালাম, শাহেদ, আসিফ, তিশমা, কণা ও আরো অনেক শিল্পী। শিল্পীর জীবন সংকটে উৎকন্ঠায় রয়েছে সারাদেশ জুড়ে তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

আজম খানের বড় মেয়ে ইমা খান বাংলানিউজের মাধ্যমে পপসম্রাটের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

একনজরে আজম খান

আসল নাম : মোহাম্মদ মাহবুবুল হক খান।
ডাক নাম : আজম
জন্ম তারিখ : ২৮ ফেব্রুয়ারি ১৯৫০।
জন্মস্থান : ১০নং সরকারী কোয়ার্টার, আজিমপুর কলোনি, ঢাকা।
বাবার নাম : মৃত মোহাম্মদ আফতাব উদ্দিন খান।
মায়ের নাম : মৃত জোবেদা খানম।
বাবার পেশা : অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেক্রেটারিয়েট হোম ডিপার্টমেন্ট। পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক।
ভাইবোন : চার ভাই এক বোনের মধ্যে তৃতীয়।
পড়াশোনা : ১৯৫৫ সালে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে ভর্তি হন। ১৯৫৬ সালে কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলে প্রাইমারি শাখায় ভর্তি হন। ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাই স্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন। ১৯৭০ সালে টিঅ্যান্ডটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় পড়ালেখায় বিরতি টানতে হয়। পরবর্তীতে পড়াশোনায় আর অগ্রসর হতে পারেন নি।
পেশা : সঙ্গীত।
বিয়ে : ১৯৮১ সালের ১৪ জানুয়ারি ৩১ বছর বয়সে ঢাকার মাদারটেকে বিয়ে করেন।
স্ত্রীর নাম : সাহেদা বেগম।
প্রথম সন্তান : ইমা খান।
দ্বিতীয় সন্তান : হৃদয় খান।
তৃতীয় সন্তান : অরণী খান।
নাতনী : কায়নাত ফাইরুজ বিনতে হাসান ( মা ইমা খান)।
ঠিকানা : ২ নং কবি জসীমউদ্দীন রোড, কমলাপুর, ঢাকা-১২১৭

বাংলাদেশ সময়: ১৫৫০, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।