ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

মিশু চৌধুরী এবার উপস্থাপনায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ফেব্রুয়ারি ১২, ২০১৫
মিশু চৌধুরী এবার উপস্থাপনায় মিশু চৌধুরী/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছিলেন ক্রিকেটার, এরপর নাম লিখিয়েছেন অভিনয়ে; এবার উপস্থাপনা করতে যাচ্ছেন মিশু চৌধুরী। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ‘বিশ্বকাপে বিশ্বমাতে’ অনুষ্ঠানে পাওয়া যাবে তাকে।

 

 


অনুষ্ঠানটি নিয়ে মিশু চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘যেহেতু আমি আগে ক্রিকেটার ছিলাম, তাই এ খেলার প্রতি আমার আগ্রহ বেশি। বিশ্বকাপের এই আয়োজনে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দেবো। ’

 

জানা গেছে, ‘বিশ্বকাপে বিশ্বমাতে’ অনুষ্ঠানে প্রথম দিন অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।  শিহাব সুমনের প্রযোজনায় এটি ১৪ ফেব্রæয়ারি থেকে বৈশাখী টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে।  


বিনোদন ও সংস্কৃতি বিষয়ক যাবতীয় যোগাযোগ এই ই-মেইলে : [email protected]

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।