ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

মার্চের শুরুতেই ‘কার্তুজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, জানুয়ারি ১৯, ২০১৫
মার্চের শুরুতেই ‘কার্তুজ’ ‘কার্তুজ’ ছবির গানের দৃশ্যে ফারজানা রিক্তা ও সম্রাট

চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’ মুক্তি পাচ্ছে মার্চের শুরুতেই। ৬ মার্চ ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে এটি।

গত বছরের ৬ নভেম্বর বিনাকর্তনে ছাড়পত্র পায় ছবিটি।

বাপ্পারাজ বাংলানিউজকে বলেন, ‘ভারতের চেন্নাইতে ছবিটির আবহসংগীতের কাজ হয়েছে। সব মিলিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছি। ’

‘কার্তুজ’-এ অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, নিপুণ, সম্রাট, সোহান খান, ফারজানা রিক্তা, শিমুল খান, সিরাজ হায়দার, শিরিন আলম প্রমুখ। ছবিটির গল্পের মূল ভাবনা বাপ্পারাজের। সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এর একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

* কার্তুজ’ ছবির ‘ভালোবাসাহীন’ গানের ভিডিও :


* কার্তুজ’ ছবির ‘তুমি আমার অনন্ত প্রেম’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।