টকটকে লাল রঙের লেহেঙ্গা পরে বসে আছেন আনিকা কবির শখ। ফুলে ফুলে সাজানো বিছানা।
জানা গেলো, একটি বিজ্ঞাপনচিত্রের জন্য এমন বধূ বেশ নিয়েছেন শখ। শুধু লেহেঙ্গাতেই নয়, একই বিজ্ঞাপনচিত্রে আরও কয়েকটি পোশাকে হাজির হয়েছেন এই মডেল-অভিনেত্রী।
আক্তার ম্যাটারসের বিজ্ঞাপনচিত্র এটি। শখ জানালেন, গত মাসে একই ব্র্যান্ডের আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। তাতে নোবেলও ছিলেন।
বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫