একদিন বাদেই ছবি মুক্তি। অথচ নিরবের দেখা নেই।
নিরব ফেঁসে গেছেন বিয়ে করে। ২৬ ডিসেম্বর তাসফিয়া তাহের ঋদ্ধিকে বিয়ে করেন তিনি। আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঘরোয়াভাবেই। বিপত্তি ঘটে এর দু’দিন পর। শ্বশুর মশাই-ই মামলা ঠুকে দিয়েছেন নতুন জামাইয়ের বিরুদ্ধে! তা-ও অপহরণের মামলা! ফলাফল, নববধূকে নিয়ে লাপাত্তা নিরব। কোথাও দেখা নেই তার। না ফোনে, ফেসবুকে অথবা সামাজিক অন্য কোনো মাধ্যমে।
এদিকে নিরবের অনুপস্থিতি ছবির প্রচার কিংবা ব্যবসার ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে কি-না এমন আশংকা সরাসরি উড়িয়েই দিচ্ছেন ‘গেম’-এর প্রযোজক মিল্টন। তিনি বাংলানিউজকে বলছেন, ‘এমন আশংকা আমরা করছি না। ছবির পোস্টার, বিলবোর্ড থেকে শুরু করে সব ধরণের প্রচারণাই চালানো হচ্ছে। আশা করছি, কোনো সমস্যা হবে না। ’
যোগ করে তিনি আরও বলছেন, ‘তাছাড়া নিরব তো অন্যায় কিছু করেনি। ঋদ্ধির সঙ্গে তার সম্পর্ক ছিলো। সেটা ঋদ্ধির বাবা-মা থেকে শুরু করে পরিবারের সবাই জানতো। পরিবার থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিলো ঋদ্ধিকে। এ মুহূর্তে নিরবের যা করা উচিত ছিলো, তিনি সেটাই করেছেন। ’
যেখানে নিরবের শ্বশুর মশাই আবু তাহের চৌধুরী মামলা ঠুকেছেন, সেই উত্তরা পূর্ব থানার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানালেন মিল্টন। তিনি জানান, ‘নিরবের প্রসঙ্গে তারাও যথেষ্ট ইতিবাচক অবস্থানে রয়েছেন। পুলিশ বলছে, একজন প্রাপ্তবয়স্ক মেয়ে তার পছন্দমতো জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রাখে। নিরবের বিরুদ্ধে এ মামলা রীতিমতো অযৌক্তিক। এই যুগে এসে একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চিন্তা করা মান্ধাতার আমলের ধ্যান-ধারণা। ’
এদিকে ৬ জানুয়ারি নিরবের দেশ ছাড়ার কথা রয়েছে। তিনি যাবেন দক্ষিণ আফ্রিকা। উদ্দেশ্য শুটিং। মারুফ আহমেদ খানের ‘মিশন আফ্রিকা’ ছবির কাজ করবেন সেখানে। তবে সঙ্গে নববধূ থাকবেন কি-না, সেটা জানা যায়নি।
* ‘গেম’ ছবির দৃশ্যে নিরব ও অমৃতা খান
বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪