ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

দিল্লি জয় করলো ‘জোনাকির আলো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, ডিসেম্বর ২৮, ২০১৪
দিল্লি জয় করলো ‘জোনাকির আলো’ ‘জোনাকির আলো’ ছবির দৃশ্যে বিদ্যা সিনহা মিম

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার অ্যাক্রস দ্য বর্ডার জিতলো খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’। এনডিএসসি কনভেনশন সেন্টারে তার হাতে পুরস্কার প্রদান করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী শা রাজভ্ররণ দ্রর সিং। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সচিব বিজেপি ইন্ডিয়া, দক্ষিণ দিল্লির সিটি মেয়র খুশি রাম, সিটি কর্পোরেশন চেয়ারম্যানের চেয়ারম্যান জালাজ শ্রীভাসানগভা ও উৎসব সভাপতি রাম কিশোর পরচা।

এবারের উৎসবে অংশ নিয়েছে মোট ২০০টি চলচ্চিত্র। এর মধ্যে ‘জোনাকির আলো’সহ বাংলাদেশের ছবি ছিলো মোট সাতটি।

দিল্লি চলচ্চিত্রে কীভাবে প্রাণকেন্দ্রে পরিণত করা যায়’ এই শিরোনামে সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে বিশেষ বক্তা ছিলেন খালিদ মাহমুদ মিঠু। সেমিনারে ফ্রান্স এবং তুরস্কের পরিচালকরাও বক্তব্য রাখেন।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘জোনাকির আলো’ এর আগে রোমানিয়া, আমেরিকা ও মুম্বাইয়ে পুরস্কার জিতেছে। এতে অভিনয় করেছেন ইমন, কল্যাণ, বিদ্যা সিনহা মিম, গাজী রাকায়েত, মুনিরা মিঠু প্রমুখ।

এদিকে ভারতের নয়দার মারওয়া ফিল্ম স্টুডিওর আজীবন সদস্যপদ পেয়েছেন খালিদ মাহমুদ মিঠু।

বাংলাদেশ সময় : ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।