ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

স্কুল শিক্ষিকা জেনি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, ডিসেম্বর ২৭, ২০১৪
স্কুল শিক্ষিকা জেনি! ‘প্রহর’ নাটকের ‍দৃশ্যে (বাঁ থেকে) জেনি, অপূর্ব ও আবুল হায়াত

জেনি বিজয় দিবসের একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘প্রহর’।

তানভীর আলম সজীবের গল্পে নাটকটি রচনা করেছেন কামরুল হাসান। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

নাটকের বিভিন্ন দৃশ্যে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, হাসান ইমাম, কি এস ফিরোজ ও অপূর্ব।

নাটকটি নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, এ নাটকে জেনি একজন স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন। দেশ স্বাধীনের পর নির্মম এক সত্য বেরিয়ে আসে নাটকের গল্পে। এর বেশি কিছু বলতে চাই না। প্রত্যেকেই বেশ ভালো অভিনয় করেছেন। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন বিজয় দিবসকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি।

‘প্রহর’ নাটকটি ২৮ ডিসেম্বর এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।