ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

প্রতিবন্ধী যুবক সজলের প্রতি আগ্রহী মম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, ডিসেম্বর ২৬, ২০১৪
প্রতিবন্ধী যুবক সজলের প্রতি আগ্রহী মম! ‘নিঃশব্দ ভালোবাসা’ নাটকের দৃশ্যে সজল ও জাকীয়া বারী মম

সুদর্শন বুদ্ধি প্রতিবন্ধী যুবক সজলকে দেখে মুগ্ধ জাকীয়া বারী মম। সেই যুবককে যতই দেখছেন, ততই কৌতূহলী হয়ে উঠছেন তিনি।

ছেলেটি কি জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী, নাকি সে কোনো দুর্ঘটনার শিকার? এটি ‘নিঃশব্দ ভালোবাসা’ নাটকের গল্প।

সজল বাংলানিউজকে জানান, এখানে আমার চরিত্রের নাম তূর্য। আর মমকে দেখা যাবে রোজা চরিত্রে। মেয়েটি পেশায় সাংবাদিক।

ভালবাসা দিবসের জন্য এটি লিখেছেন মুশফিক ইভান, পরিচালনা করেছেন শহিদুল ইসলাম রুনু। সজল ও মমর পাশাপাশি এতে অভিনয় করেছেন নওশিন, ঝুনা চৌধুরী, কাজী উজ্জ্বল প্রমুখ। আগামী বছরের ভালোবাসা দিবসে নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।