ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘মাটির ময়না’ দিয়ে শেষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, ডিসেম্বর ২৫, ২০১৪
‘মাটির ময়না’ দিয়ে শেষ দৃশ্য: ‘মাটির ময়না’

ঢুলি কমিউনিকেশনস আয়োজিত মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো ২৫ ডিসেম্বর। এদিন সমাপনী ছবি হিসেবে বলাকা সিনেওয়ার্ল্ডে দিনব্যাপি প্রদর্শিত হয়েছে তারেক মাসুদের ‘মাটির ময়না’।



১৯ ডিসেম্বর সকালে বলাকা প্রেক্ষাগৃহে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এখানে চার বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে ঢুলি কমিউনিকেশনস এবং ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা।

উৎসবের আরও প্রদর্শিত হয়েছে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’, মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’, তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’, নাসিরউদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘মেঘের পরে মেঘ’।

মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব নিয়ে সাড়া পাওয়া প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ঢুলি কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ মানজুর বলেন, ‘আমরা চেষ্টা করেছি মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবসের সমৃদ্ধ চেতনাগুলোকে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে। উৎসবের সমাপনী দিনে এসে আমরা মনে করি সেই চেষ্টা স্বার্থক হয়েছে। উৎসবের প্রায় প্রতিটি চলচ্চিত্রই বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেছেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে এমন আয়োজন আমরা আরও করতে চাই। ’

বাংলাদেশ সময় : ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।