কথক নৃত্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের উৎসব। রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট মিলনায়তনে ২৪ ডিসেম্বর শুরু হয়ে এই আয়োজন চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এখানে জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদক দেওয়া হবে নৃত্যশিল্পী সুলতানা হায়দারকে।
আয়োজক কথক নৃত্য সম্প্রদায়ের পরিচালক সাজু আহমেদ বলেন, ‘বাংলাদেশে চর্চিত শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কথক অন্যতম জনপ্রিয় একটি নৃত্যধারা। কথক নৃত্য সাধনা করছেন এমন শিল্পীদের তুলে ধরা ও উৎসাহিত করতেই তৃতীয়বারের মতো আমাদের এই আয়োজন। ’
প্রতিদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিট থেকে উপভোগ করা যাবে কথক নাচ। ঢাকাসহ রাজশাহী, রংপুর, দিনাজপুর, সিলেট, কক্সবাজার, পটুয়াখালী, খুলনা, শেরপুর প্রভৃতি জেলার কথক নৃত্যশিল্পীরা এতে অংশগ্রহণ করবেন।
২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রয়েছে ‘সত্যেন সেনের শিল্পসম্ভার’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ সময় : ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪