ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

শিল্পকলায় ‘মুখরা রমনী বশীকরণ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, ডিসেম্বর ২৩, ২০১৪
শিল্পকলায় ‘মুখরা রমনী বশীকরণ’ দৃশ্য : ‘মুখরা রমনী বশীকরণ’

উইলিয়াম শেকসপিয়ারের ‘টেমিং অব দ্য শ্রু’ অবলম্বনে ‘মুখরা রমনী বশীকরণ’ মঞ্চে এসেছে অনেকবার। এবারও আসছে।

তবে একটু অন্যভাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সঙ নাট্যের আদলে মঞ্চায়ন হবে নাটকটির। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় দেখা যাবে নাটকটি। নির্দেশনা দিচ্ছেন আল্ জাবির।

তিনি বলছেন, ‘শেকসপিয়ারের সময়কালে এক ভ্রাম্যমান নাটুয়াদল এ পালা প্রদর্শন করতো বলে জানা যায়। তাদের রীতি কেমন ছিলো, সেটা এখন অজানা। এ প্রযোজনায় বাঙলার ঐতিহ্যবাহী নাট্যরীতির অমূল্য আঙ্গিক ‘সঙ’কেই প্রাধান্য দেয়া হয়েছে। বাদ যায়নি পাশ্চাত্যের ক্লাউন রীতিও। প্রাচ্য ও পাশ্চাত্যের প্রথাগত বিরোধকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে সচেতনভাবে। ’

‘মুখরা রমনী বশীকরণ’ অনুবাদ করেছেন মুনীর চৌধুরী। পারফর্ম করবেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীরা। আবহ সঙ্গীত করেছেন নীলা সাহা।

বাংলাদেশ সময় : ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।