ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

প্রতিবাদের গান ‘শোন মানুষ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, ডিসেম্বর ২২, ২০১৪
প্রতিবাদের গান ‘শোন মানুষ’ খন্দকার বাপ্পি ও ইশরাক হোসেন

বিজয়ের মাসে নির্মিত হল নতুন গান ‘শোন মানুষ’। খন্দকার বাপ্পি ও ইশরাক হোসেনের কণ্ঠে এ গানটির অডিও অনলাইন ও ভিডিওটি ইউটিউবের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

অনুরূপ আইচের লেখা ও পরিকল্পনায় গানটি সুর ও সঙ্গীত করেছেন ইশরাক হোসেন।

গানটির মূল থিম হল প্রতিবাদ। মডেল অন্তু করিমসহ প্রায় অর্ধশতাধিক মডেল নিয়ে নির্মিত হয়েছে এই ভিডিওচিত্র।

গানের ভিডিওচিত্র নির্মাণ করেন খন্দকার বাপ্পি ও দেশী টায়রো টিম। বাংলাদেশের পাশাপাশি বিদেশী বংশোদ্ভূত বাঙালিরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ভিডিওচিত্রে অংশগ্রহণ করেন। গানটি কক্সবাজার, সাভার, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছে।

শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার টাইটেল গান হিসেবে দেখা যাবে। এই প্রসঙ্গে খন্দকার বাপ্পি বলেন, ‘গান হচ্ছে প্রতিবাদের একটি ভাষা। আমরা এই গানের মাধ্যমে দেশসহ সারা বিশ্বের মানুষের প্রতি অন্যায়-অবিচারের প্রতিবাদ জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।