ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম আর নেই এনায়েত করিম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সহকারী সাধারণ সম্পাদক, সেন্সর বোর্ডের সাবেক সদস্য এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম আর নেই। ৩ ডিসেম্বর সকাল ৭টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি......রাজিউন)।



দুপুর ১২টায় এনায়েত করিমের মরদেহ এফডিসিতে আনা হয়। সেখানে তার প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার বাসাবোস্থ নিজ বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে নিয়ে যাওয়া হবে বরিশালের বানারিপাড়াস্থ গ্রামের বাড়িতে। সেখানেই তাকে সমাহিত করা হবে বলে জানান পরিবারের মানুষরা।

এনায়েত করিম নির্মিত কয়েকটি ছবির মধ্যে রয়েছে ‘নারী আন্দোলন’, ‘প্রেমযুদ্ধ’, ‘রুটি’, ‘ক্ষুধার জ্বালা’, ‘দেশের মাটি’, ‘কদম আলী মাস্তান’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।