ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘সুইটহার্ট’ ছবিতে হৃদয়ের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, অক্টোবর ২৬, ২০১৪
‘সুইটহার্ট’ ছবিতে হৃদয়ের গান হৃদয় খান

‘এক ঝলকে আমাকে ছুঁয়ে গেলো যে
দু’চোখ ফেরাতেই দেখি নেই সে
যাচ্ছি ভেসে ভালোলাগার আবেশে
পাগল করে দিয়ে সে আমায়
কাছে থেকেও দূরে রয়ে যায়...’

হৃদয় খানের গাওয়া ও সুর করা নতুন গানের মুখ এটি। লিখেছেন কবির বকুল।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবির জন্য তৈরি হয়েছে এই গান। পর্দায় এতে ঠোঁট মেলাবেন বাপ্পি। তার সঙ্গে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম।

ছবিটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন রিয়াজ। এটি প্রযোজনা করছে ডিজিটাল মুভিজ।

হৃদয় খান বাংলানিউজকে বলেন, ‘কবির বকুল গানটি অসাধারণ লিখেছেন। এর বাইরে এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ ছবির জন্যও নতুন একটি গান করেছি । এর কথা লিখেছেন পরিচালক অলিক নিজেই। ’

বাংলাদেশ সময় : ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।