bangla news

তারার বৃষ্টিবিলাস

2594 |
আপডেট: ২০১৪-০৬-২৫ ৭:৫১:০০ এএম

ছয় ঋতুর এই দেশে বৈচিত্রময় আবহাওয়া কখনও ক্লান্ত করে, কখনও করে তোলে উদাস। আবার কখনও স্নিগ্ধ হয়ে যায় মানুষের মন। আষাঢ়-শ্রাবণ মাসের বৃষ্টি নিয়ে একটু বেশিই প্রেমময়তা কাজ করে আমাদের মধ্যে। বৃষ্টি নিয়ে গান, কবিতার সংখ্যাও কম না।

ছয় ঋতুর এই দেশে বৈচিত্রময় আবহাওয়া কখনও ক্লান্ত করে, কখনও করে তোলে উদাস। আবার কখনও স্নিগ্ধ হয়ে যায় মানুষের মন। আষাঢ়-শ্রাবণ মাসের বৃষ্টি নিয়ে একটু বেশিই প্রেমময়তা কাজ করে আমাদের মধ্যে। বৃষ্টি নিয়ে গান, কবিতার সংখ্যাও কম না। একটা সময় দেশীয় চলচ্চিত্রের গানে বৃষ্টির দৃশ্য আলাদা মাত্রা যোগ করতো। বৃষ্টিকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলার মনোবাসনা প্রত্যেক সৃজনশীল নির্মাতার মনেই বসত করে। ছোট পর্দায়ও বৃষ্টির ব্যবহার লক্ষণীয়।

এতে গেলো পর্দার কথা। পর্দার বাইরেও রয়েছে তারকাদের বৃষ্টিবিলাসের গল্প। এমনও অনেক তারকা আছেন আকাশে মেঘ দেখলেই বৃষ্টিতে ভেজার জন্য যাদের মন আনচান করে। ফেসবুকের ময়দানে সম্প্রতি তেমনি কিছু বৃষ্টিভেজা তারকার ছবি পাওয়া গেল। সেই ছবিগুলো শেয়ার করা হলো বাংলানিউজের পাঠকদের জন্য।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-06-25 07:51:00