ঢালিউড অভিনেতা শাকিব খানের নতুন ছবি ‘ধূমকেতু’ এর মহরত হয়ে গেল ২৩ জুন। আর মহরত অনুষ্ঠানের পরপরই ছবির শুটিং শুরু করেন শাকিব।
শফিক হাসানের পরিচালনায় এ ছবিতে শাকিবের সঙ্গে আরো অভিনয় করছেন পরীমণি, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজ। ছবিটির চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ মুনির রেজার।

আহমেদ হুমায়ুনের সঙ্গীত পরিচালনায় এ ছবিতে গান গাইছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও ভারতীয় সঙ্গীতশিল্পী জোজো।
নির্মাতা জানিয়েছেন ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।
বাংলাদেশ সময় : ২১১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৪