ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

শানারেই দেবী শানুর সঙ্গে কিছুক্ষণ

‘সাড়ে চার বছর পর গ্রামে গেলাম’

খায়রুল বাসার নির্ঝর, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জুন ১৬, ২০১৪
‘সাড়ে চার বছর পর গ্রামে গেলাম’ শানারেই দেবী শানু

২০০৫ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী শানারেই দেবী শানু। শুরু থেকেই ধীরে চলো নীতিতে বিশ্বাসী তিনি।

১৭ জুন এসএ টিভিতে রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘কাম টু দ্য পয়েন্ট’ এবং এশিয়ান টিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্রতিপক্ষ’। বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন শানু।

সিলেটে ফেরা উপলক্ষে ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। কতদিন পর গেলেন সেখানে?
শানারেই দেবী শানু : প্রায় সাড়ে চার বছর তো হবেই। আমার বিয়ে হয়েছিল ২০০৯ সালের ডিসেম্বরে। বিয়ের পর এবারই প্রথম সিলেটে গেলাম।

অথচ আপনার জীবনের বড় একটা অংশ কেটেছে সেখানেই। আপনি মনিপুরী মেয়ে। বিয়ে করেছেন গোত্রের বাইরে। জটিলতা কি সেটা নিয়েই?
শানু : সাধারণত আমাদের গোত্রের বাইরে বিয়ে করার ক্ষেত্রে একটা বাধা আছে। আমার বর জাভিয়ার খ্রিস্টান। এ কারণে আমাদের গোত্রে শুরু থেকেই এ নিয়ে জটিলতা তৈরি হয়।

দেখা হয়েছে সবার সঙ্গে?
শানু : কার কার সঙ্গে দেখা করবো, কোথায় কোথায় যাবো; এসব নিয়ে ছোটখাট তালিকা তৈরি করেছিলাম। কিন্তু হাতে সময় ছিলো অল্প। এ কারণে সবার সঙ্গে দেখা হয়নি। কিন্তু এতদিন পর সিলেট শহরটাকে দেখতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। সিলেটে ও আমার ক্যাম্পাস এম.সি কলেজে বেড়ানোর ছবি ফেসবুকে আপলোড করেছি।

এত অল্প সময় হাতে নিয়ে কেন গিয়েছিলেন?
শানু : নাটকের শুটিং ছিলো। জিএম সৈকতের ‘মহুয়া’ নামের একটি নাটকে অভিনয় করেছি। এর দৃশ্যধারণ হয়েছে সিলেটেই। কাজের ফাঁকে ফাঁকে ঘুরেছি। ১২ জুন গিয়েছিলাম, ফিরেছি ১৫ জুন। সত্যি বলতে সিলেটে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে একটা উপলক্ষ্য খুঁজছিলাম। এবার সেটা পেয়ে লুফে নিলাম।

আপনার ছেলে জেনাস ঋত কেমন আছে?
শানু : ও ভালো আছে। ওর বয়স সাড়ে তিন বছর। এরই মধ্যে ওকে নার্সারিতে ভর্তি করিয়ে দিয়েছি। স্কুলে যাওয়া নিয়ে ওর ভীষণ আগ্রহ।

অন্য প্রসঙ্গে আসি। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। সে হিসেবে মিডিয়ায় আপনার অবস্থান অতটা চোখে পড়ার মতো নয়।  এর কারণ কী?
শানু : আমি শুরু থেকেই কম কাজ করার পক্ষে। অনেকের মতো মাসের ৩০ দিনই কাজ করতে পারি না আমি। একদিন কাজ করে একটু বিরতি না নিলে হাঁপিয়ে উঠি। তাছাড়া বিয়ে, সংসার, সন্তান- সব মিলিয়ে অনেকদিন অভিনয়ের বাইরে ছিলাম। তবে কম থাকি আর বেশি থাকি, আমি অভিনয়ের সঙ্গেই আছি।

‘কাম টু দ্য পয়েন্ট’ আর ‘প্রতিপক্ষ’ ধারাবাহিক দুটি নিয়ে বলুন।
শানু : ‘কাম টু দ্য পয়েন্ট’ লিখেছেন ও পরিচালনা করেছেন মানিক মানবিক। জালাল খানের পাঁচ কন্যার বিলাসীতা এবং প্রেমিকের ওপর কতৃত্ব স্থাপনকে ঘিরেই এর গল্প সাজানো। এ নাটকের প্রতিটি চরিত্রই অদ্ভ‚ত। অন্যদিকে ‘প্রতিপক্ষ’র পরিচালক আশিস রায়। এর কাহিনী কয়েকটি পরিবার নিয়ে। তাদের মধ্যকার দ্বন্দ্ব আর সৌহার্দ্যই তুলে ধরা হয়েছে নাটকটিতে।

বাংলাদেশ সময় : ১৮৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।