ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

বিনোদন

দুই বাংলার সুরকারদের সঙ্গে টিনা মোস্তারী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
দুই বাংলার সুরকারদের সঙ্গে টিনা মোস্তারী শিল্পী টিনা মোস্তারী

নবীন শিল্পী টিনা মোস্তারীর প্রথম একক অ্যালবামের গানগুলোর সুর-সঙ্গীতের কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় কয়েকজন সুরকার। তারা হলেন ‌ইবরার টিপু, সজিব দাস, বেলাল খান, পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ও সুরকার রাঘব চ্যাটার্জী, ইন্দ্রজিৎ দে।

অ্যালবামে গান থাকছে মোট ৮টি। সবক'টি গান লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। একক গানের পাশাপাশি রাঘব চ্যাটার্জী, ইবরার টিপু ও বেলাল খানের সঙ্গে একটি করে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন টিনা।

টিনা বললেন, 'ছোটবেলা থেকে দেখেছি আমার মা ভারতের সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের গান বেশি গাইতেন। মায়ের কাছে শুনে আমিও তখন গাইতাম। এভাবেই আমার গানের সঙ্গে জড়িয়ে যাওয়া। ' তিনি আরও বলেন, 'এর আগে বেশ কিছু চলচ্চিত্রে ও কয়েকটি মিশ্র অ্যালবামে গেয়েছি। তবে নিজের প্রথম একক একটু আলাদাভাবে সাজাতে চেয়েছিলাম। তাই একটু সময় নিয়ে কাজ করেছি। '

নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটি অাসছে রোজার ঈদে বাজারে আনবে লেজার ভিশন।

বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।