ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আসছে পোলানস্কির নতুন চলচ্চিত্র

আহমেদ জুয়েল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
আসছে পোলানস্কির নতুন চলচ্চিত্র

মুক্তি পেতে না পেতেই নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন রোমান পোলানস্কি। এ কথা বাতাসে ভেসে আসেনি।

যার গল্প নিয়ে তিনি চলচ্চিত্র তৈরি করবেন, সেই ‘ব্রডওয়ে’খ্যাত লেখিকা ইয়াসমিন রেজাই ফলাও করে বলেছেন।

আগামী বছরের শুরুতেই পোলানস্কি নতুন চলচ্চিত্রে হাত দেবেন বলে জানা গেছে। ফ্রান্সের লেখিকা, চিত্রনাট্যকার ও অভিনেত্রী ইয়াসমিন রেজার গল্প ‘গড অব কার্নেজ’ নিয়ে তিনি চলচ্চিত্র তৈরি করবেন।

৭৬ বছর বয়সী রোমান পোলানস্কি তেরো বছরের এক সদ্য কিশোরীর সঙ্গে যৌনতার অভিযোগে বিতর্কে জড়িয়ে আছেন সেই ১৯৭৭ সাল থেকে। সেজন্য তিনি যুক্তরাষ্ট্রে ৪২ দিন কারাভোগও করেন। এরপর পালিয়ে আসেন ইউরোপে।   ফ্রান্সে গড়ে তোলেন স্থায়ী আবাস। একের পর এক দুরন্ত সব ছবির পরিচালনা করতে থাকেন। কিন্তু গত বছর জুরিখ বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর তার কাজকর্মে ভাটা পড়ে। কিন্তু সুইস সরকারের সিদ্ধান্তে আপাতত তিনি মুক্ত। তাই আবারও কাজের পেছনে ছুটতে চলেছেন অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতা।

ইয়াসমিন রেজা বলেছেন, ‘পোলানস্কির সঙ্গে আমি ২০০৯ সাল থেকেই এ ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছি৷ ছবির সবকিছুই পাকা হয়ে গেছে। শুটিং শুরু হবে ২০১১ সালের গোড়ার দিকে। ’

ছবিটি হবে ইংরেজি ভাষায়। গল্পের পটভূমি যদিও ব্রুকলিনের কিন্তু শুটিং হবে সম্ভবত পোল্যান্ড আর ফ্রান্সে। ছবিতে তারকা কে কে থাকবেন সে সম্পর্কে অবশ্য ইয়াসমিন কিছু জানাতে পারেননি। কারণ, গল্প ঠিক হয়েছে, শুটিংয়ের সময়ও ঠিক হয়েছে কিন্তু কে কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি৷ তাই তিনি বললেন, ‘বাকিটা পোলানস্কি নিজেই জানাবেন৷’

ইয়াসমিন বলেন, ‘রোমান খুব শক্ত মনের মানুষ৷ অনেক ঝড়ঝাপ্টার পরও তিনি কাজ থামাননি। গৃহবন্দি থাকার পুরো সময়টাই আমরা চিত্রনাট্য নিয়ে কাজ করে গেছি৷’

সে যাই হোক, আমাদের জন্য সুখবর হচ্ছে, পোলানস্কি আবারও চলচ্চিত্রের বাজারে বোমা ফাটাতে চলেছেন। এই ৭৬ বছর বয়সেও!

বাংলাদেশ স্থানীয় সময় ০০১০, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।