ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

মৌটুসীর আয়না ঘরের আয়না

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, মে ১১, ২০১৪
মৌটুসীর আয়না ঘরের আয়না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌটুসী বিশ্বাস এবার ঈদের জন্য নির্মিত একটি খন্ড নাটকে অভিনয় করেছেন। এর নাম ‘আয়না ঘরের আয়না’।

এতে তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি।

এরইমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে আরো একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

নাটকটি নিয়ে মৌটুসী বাংলানিউজকে বলেন, ‘প্রথমবার পার্থ দা’র সাথে কাজ করলাম। এখানে আমি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। এখানে আমাদের সংসারজীবনের নানা বিষয় নিয়ে গল্পটি এগিয়েছে। আশা করছি, দর্শক আমাদের অভিনয় পছন্দ করবেন। ’

আসছে ঈদে যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।