ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রায়ান অ্যাডামস

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রায়ান অ্যাডামস

জনপ্রিয় কানাডিয়ান সঙ্গীতশিল্পী ব্রায়ান অ্যাডামস একমাত্র ওয়েস্টার্ন শিল্পী হিসেবে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।

অ্যাডামস বর্তমানে ভারত অবস্থান করছেন।

পারফর্ম করছেন পুনে, ব্যাঙ্গলোর, নয়া দিল্লি, হায়দরাবাদ ও মুম্বাইতে অনুষ্ঠিত বিভিন্ন কনসার্টে। ভারত সফর শেষ করে নেপালের কাঠমুন্ডুতে আয়োজিত একটি কনসার্টে অংশ নিবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে  বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশনের মাধ্যমে ব্রায়ান অ্যাডামস শেষ করবেন তার উপমহাদেশ সফর।

ঢাকায় ব্রায়ান অ্যাডামস বিশ্বকাপের উদ্বোধনী পর্বে পারফর্ম করা ছাড়াও আরো একটি কনসার্টে অংশ নিবেন। সেখানে তিনি তার নতুন স্পেশাল অ্যাকুস্টিক অ্যালবাম ‘বেয়ার বোনস’-এর একাধিক গান পরিবেশন করবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩০, ফেব্রুয়ারি ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।