ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের বিজয়ীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের বিজয়ীরা

ঢাকা: বিশ্ব চলচ্চিত্রের নোবেল খ্যাত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’। আর সেরা অভিনেতা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেছেন ম্যাথিউ ম্যাককনাউগহে এবং কেট ব্লাঞ্চেট।



সিনেমা হিসেবে বেশিরভাগ পুরস্কার উঠেছে ‘গ্র্যাভিটি’র ঘরে। সেরা পরিচালক, বেস্ট সিনেমাটোগ্রাফি এবং বেস্ট এডিটিং সহ মোট সাতটি পুরস্কার জিতে নিয়েছে মহাকাশের জীবন নিয়ে তৈরি সিনেমাটি।



যুক্তরাষ্ট্র সময় রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার আয়োজিত হয় ৮৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

এক নজরে ৮৬ তম অস্কারের বিজয়ীরা

সেরা চলচ্চিত্র: টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ

সেরা অভিনেতা: ম্যাথিউ ম্যাককনাউগহে (ডালাস বায়ার্স ক্লাব)

সেরা অভিনেত্রী: কেট ব্লাঞ্চেট (ব্লু জেসমিন)

সেরা পরিচালক: আলফনসো কুয়ারন (গ্র্যাভিটি)

সেরা অরিজিন্যাল স্ক্রিন প্লে (চিত্রনাট্য): স্পাইক জোনজে (হার)

সেরা অ্যাডপটেড স্ক্রিন প্লে: জন রিডলে (টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ)

সেরা সহ অভিনেতা: জ্যারেড লেটো (ডালাস বায়ার্স ক্লাব)

সেরা সহ অভিনেত্রী: লুপিতা নয়োও (টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম:  ফ্রোজেন

বিদেশী বিভাগে সেরা ছবি: দ্য গ্রেট বিউটি (ইটালি)

শর্ট ফিল্ম লাইভ অ্যাকশন: হিলিয়াম

সেরা কস্টিউম ডিজাইন: ক্যাথারিন মার্টিন (দ্য গ্রেট গেটসবাই)

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: লি ও রবিন ম্যাথুজ (ডালাস বার্য়াস ক্লাব)

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: মিস্টার হুবলাট

সেরা ভিজ্যুয়াল এফেক্ট: গ্র্যাভিটি

জেন হারশোল্ট হিউমানিটারিয়ান অ্যাওয়ার্ড: অ্যাঞ্জেলিনা জোলি

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।