ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

তিন তারকার ‘হিরো: দ্য সুপারস্টার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
তিন তারকার ‘হিরো: দ্য সুপারস্টার’

ঢাকা: শাকিব খান, অপু বিশ্বাস আর ববি। হালের ক্রেজ এই তিন তারকা কাজ করছেন ‘হিরো দ্যসুপারস্টার’ চলচ্চিত্রে।

সোমবার থেকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

এফডিসি’র দুই নম্বর ফ্লোরে প্রথমদিন শ্যুটিংয়ে ছিলেন শাকিব। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন ঢালিউডে সবচেয়ে জনপ্রিয় এই তারকা।

হিরো: দ্য সুপারস্টার’ পরিচালনা করছেন বদিউল আলম খোকন।

এর আগে গত সপ্তাহে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রযোজনায় আসার আনুষ্ঠানিক ঘোষণা দেন শাকিব। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারসহ সেরা মানের সিনেমা তৈরি করবেন বলে জানিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।