ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিনোদন

শুক্রবার বান্দরবান মাতাবেন বাংলাদেশি আইডলরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
শুক্রবার বান্দরবান মাতাবেন বাংলাদেশি আইডলরা

বান্দরবান: মঞ্চ মাতাতে বাংলাদেশি আইডলরা এখন বান্দরবানে। শুক্রবার আইডল শিল্পীদের গণসংবর্ধনা দিতে বান্দরবান স্টেডিয়ামে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।



বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, সেনা রিজিয়ন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন ও  স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
 
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির ডেপুটি প্রোগ্রাম কর্মকর্তা মাসুদ জামান বলেন, সংগীত বিষয়ক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’ এর সেরা ১২ শিল্পীকে জমকালো সংবর্ধনা দেওয়া হচ্ছে শুক্রবার। বান্দরবান স্টেডিয়ামে বিকেল ৪টার দিকে অনুষ্ঠান শুরু হবে। এতে বাংলাদেশ আইডলের সেরা ১২ শিল্পী মঞ্চ মাতাবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জামান, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজাসহ বাংলাদেশি আইডলের সেরা ১২ শিল্পী।

বাংলাদেশি আইডল পঙ্কজ বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি এ আয়োজন বান্দরবানের মানুষ দারুন উপভোগ করবেন।
 
আয়োজক সূত্রে জানা গেছে, মং ছাড়া বাকি ১১ শিল্পী বৃহস্পতিবার বান্দরবানে চলে এসেছেন। মংকে শুক্রবার বিশেষ হেলিকপ্টারযোগে বান্দরবানে আনা হবে। বান্দরবান সেনাবাহিনীর হেলিপ্যাডে অবতরণের পর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে স্টেডিয়ামের সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

এদিকে, বান্দরবানের ছেলে ‌‘বাংলাদেশি আইডল’ মং উচিং মারমার আগমন এবং আইডল শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বান্দরবানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শহর ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে বিশাল তোরণ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, সংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে বান্দরবান শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, শুক্রবার এ অনুষ্ঠান উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা হতে বান্দরবান শহরে ভিড় করতে শুরু করেছেন হাজারও মানুষ। আগমন ঘটেছে পাশ্ববর্তী জেলা রাঙামাটি এবং খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিনোদনপ্রেমীদের।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: মনিরুজ্জামান ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।