ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

পলাশ মাহবুবের ঈদ ব্যস্ততা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
পলাশ মাহবুবের ঈদ ব্যস্ততা

পলাশ মাহবুব কথাসাহিত্যিক, নাট্যকার ও টিভি অনুষ্ঠান নির্মাতা। কাজ করছেন বৈশাখী টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে।



ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন এই নাট্যকার ও নির্মাতা। গেলো দুই ঈদে তার লেখা ‘জর্দা জামাল’, ‘হাঁটাবাবা রিটার্ন’, ‘বাটি চালান’ নাটকগুলো জনপ্রিয়তা অর্জন করে। ‘জর্দা জামাল’ নাটকের জন্য মেরিল-প্রথম আলো পুরষ্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার পান মোশাররফ করিম।

এবারের ঈদকে সামনে রেখে তিনটি নাটক লিখেছেন পলাশ মাহবুব। ‘তিনি একজন সৌভাগ্যবান’ এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, চিত্রনায়িকা নিপুণ, শামীমা নাজনীনসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায়। ‘নিউ বিনোদনী অপেরা’ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, হাসিন, শামীমা নাজনীন। নাটকটি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।

ভবন ধ্বসের ওপর লেখা নাটক ‘জ্যোৎস্নার অন্ধকারে’ প্রচারিত হবে এসএ টিভিতে। নাটকটিতে অভিনয় করবেন মৌটুসী বিশ্বাস, মুনিরা মিঠু, রওনক হাসান প্রমূখ।

ঈদের নাটক প্রসঙ্গে পলাশ মাহবুব বলেন, ‘আমি সবসময় একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের ঈদের নাটকগুলোতেও দর্শকরা ভিন্নতার স্বাদ পাবেন। তিনটি নাটকের গল্পই গতানুগতিক ধারার বাইরের গল্প। আশাকরি নাটকগুলো দর্শকরা উপভোগ করবেন। ’

বাংলাদেশ সময়ঃ ১৫১৩ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।