অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে অডিও কোম্পানি জি-সিরিজেই ফিরে এলেন সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার তৌসিফ।
প্রতিবছর ঈদকে কেন্দ্র করেই নিজের একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন তরুণ এ সঙ্গীতশিল্পী।
তৌসিফের নিজের সুর ও সঙ্গীতে এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘অনুভব’।
এ বিষয়ে তৌসিফ বাংলানিউজকে বলেন, ‘নয়জন গীতিকারের গান নিয়ে এ অ্যালবামটি পূর্বের ছয়টি অ্যালবামের চেয়ে একেবারেই আলাদা হবে। অ্যালবামে একক গানের পাশাপাশি ডুয়েট গানও থাকবে। আশা করি, সবার ভালো লাগবে। ’
অডিও কোম্পানি জি-সিরিজ থেকে ২০০৭ সালে প্রকাশ হয় তৌসিফের ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘অভিপ্রায়’। পরবর্তীতে একই ব্যানার থেকে পরপর ছয়টি অ্যালবাম প্রকাশ প্রায় তার। প্রত্যেকটি অ্যালবামই ছিল ব্যবসায় সফল এবং শ্রোতাপ্রিয়।
সর্বশেষ গত কোরবানির ঈদে জি-সিরিজ ছেড়ে তৌসিফ সিডি চয়েসের ব্যানারে তার সপ্তম অ্যালবাম ‘আমন্ত্রণ’ বাজারে আনে। এবার আবারো জি-সিরিজ থেকে ‘অনুভব’ নিয়ে ফিরছেন তৌসিফ।
বাংলাদেশ সময় : ১৩৫৭ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন