ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

টাইটানিক এবার থ্রি-ডাইমেনশনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১০
টাইটানিক এবার থ্রি-ডাইমেনশনে

‘টাইটানিক’ ছবিটি দেখার সময় যদি অনুভব করেন, আপনিও আছেন সেই জাহাজে, আপনার পাশ দিয়ে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে লিওনার্দো ডি-ক্যাপ্রিও আর কেট উইন্সলেট! আপনি তাদের চাইলেই ছুঁয়ে দেখতে পারেন! কেমন হতো তখন? হ্যাঁ, এই ভাবনা নিয়েই সম্প্রতি আবার টাইটানিক নিয়ে কাজ শুরু করেছেন পরিচালক জেমস ক্যামরন। এবার তিনি থ্রি ডাইমেনশনে নিয়ে আসছেন সেই অবিস্মরণীয় ছবিটি।

পুরনো ছবিটাতেই যোগ করছেন নতুন প্রযুক্তি। থ্রি-ডিতে টাইটানিক রূপান্তরের জন্য বাজেট ধরা হয়েছে ২ বিলিয়ন ডলার। বিশ্ব-চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট জেমস ক্যামরন তার সদ্য নির্মিত ‘অ্যাভাটার’ থেকে পাওয়া লভ্যাংশ খরচ করেই নতুনভাবে টাইটানিক সাজাচ্ছেন। ২০১২ সালের এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে নিরাপদ জাহাজ হিসেবে কথিত টাইটানিক-ডুবির শতবর্ষ পূরণ হতে যাচ্ছে। ১০০ বছরের আগের ঘটনার স্মারক হিসেবে ওই সময়েই জেমস ক্যামরন ছাড়বেন থ্রি-ডি মুভি টাইটানিক।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৫, জুলাই ০৭ ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।