ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আলী যাকেরের উপস্থাপনায় মুক্তিযুদ্ধের অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
আলী যাকেরের উপস্থাপনায় মুক্তিযুদ্ধের অনুষ্ঠান

বিজয়ের মাসে মিডিয়াব্যক্তিত্ব ও অভিনেতা আলী যাকের মুক্তিযুদ্ধভিত্তিক একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করছেন। ‘ভালোবাসার বাংলাদেশ’ নামের প্রতিদিনের এ অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনে, পুরো বিজয়ের মাস জুড়ে।



‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হয়ে আসবেন একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে প্রত্য বা পরোভাবে সম্পৃক্ত দুজন বিশেষ ব্যক্তিত্ব। তারা বলবেন মুক্তিযুদ্ধের স্মৃতিসহ দেশ নিয়ে নিজেদের আবেগ-অনুভূতি।

এই অনুষ্ঠানে অতিথি হয়ে বিভিন্ন পর্বে আসবেন শাহরিয়ার কবির, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ক্যাপ্টেন আলমগীর সাত্তার, মুসা সাদিক, ক্যাপ্টেন সাহাব উদ্দিন আহমেদ, আশফাকুর রহমান, বেলাল চৌধুরী, ডা. রোকাইয়া খাতুন রেখা, ড. কামাল হোসেন, এয়ার ভা. মা.(অব) এ কে খন্দকার বীর উত্তম, আসাদ চৌধুরী, ড. শাহদীন মালিক, তারেক আলী (জিয়া উদ্দিন), বুলবুল মহলানবীশ, ডা. অরূপ রতন চৌধুরী, খুশী কবীর, ড. মুনতাসীর মামুন, ড. কামাল হোসেন, লে. জে. (অব) হারুন, সেলিনা হোসেন, মে. রফিকুল ইসলাম বীর উত্তম, আক্কু চৌধুরী, মে.জে.(অ) কে এম সফিউল্লাহ বীর উত্তম, কামাল লোহানী, মেজর জেনারেল (অব) মুহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক, নির্মলেন্দু গুণ, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ব্যারিস্টার তানিয়া আমীর, মে. (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ।  

কাওনাইন সৌরভের প্রযোজনায় অনুষ্ঠানটি ১ ডিসেম্বর থেকে প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।         

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৩০,  নভেম্বর ২৯, ২০১০        


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।