ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

বিনোদন

জুটি বাঁধলেন রেজা-অর্পা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, আগস্ট ৮, ২০২৫
জুটি বাঁধলেন রেজা-অর্পা

নোয়াখালীর বিভিন্ন কৃষ্টি-কালচার নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এতে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনয়শিল্পী।

 

ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন টিভি সিরিজ ও সিক্যুয়েল-এর নির্মাতা অরণ্য আনোয়ার। তার হাত ধরেই সৃষ্টি হয়েছিল ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নামের সিক্যুয়েল সিরিজ।  

‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এই সিরিজে জুটি বেঁধে অভিনয় করছেন এ সময়ের তরুণ অভিনয়শিল্পী রেজা সিকদার ও সুমাইয়া অর্পা। এই অভিনেতা এরই মধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’, ‘গোল্ড ফিশ’ নামের নাটকগুলো।  

এ প্রসঙ্গে অভিনেতা রেজা বলেন, ‘অভিনয়ের প্রতি আমার অন্যরকম ভালোবাসা আছে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অন্যরকম ঝোঁক ছিল। ইচ্ছে ছিল একদিন আমাকেও টেলিভিশনের পর্দায় দেখা যাবে। সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। এখন নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে নাট্য জগতে প্রতিষ্ঠিত করতে চাই।

জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবর থেকে ধাবাবাহিকটি গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।