ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

তৌসিফের জীবনে আলো নিয়ে আসে তটিনী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, মে ২৭, ২০২৫
তৌসিফের জীবনে আলো নিয়ে আসে তটিনী!

এক অনাথ ছেলের নাম সূর্য। বন্দরের অপরাধ জগতে বড় ভাইয়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে।

একদিন আহত হয়ে হাসপাতালে গেলে তার সঙ্গে দেখা হয় তারা নামের এক মেয়ের। তারা, একজন সাংবাদিক ও নার্স। সূর্যের জীবনে নতুন আলো নিয়ে আসে।

এমনই এক প্রেমময় গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘মন মঞ্জিল’। সিএমভি’র ব্যানারে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

এতে সূর্য চরিত্রে তৌসিফ মাহবুব আর তারা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী, ইমেল হক প্রমুখ।

‘মন মঞ্জিল’ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘মনে করা হয়, যখন একটি সত্যিকারের হৃদয় ভেঙে যায়, তখন দেবতারাও কাঁদে। আর তাদের অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ে পৃথিবীতে। এই গল্পের পর্দা খুলতেই দেখা যাবে, বৃষ্টি এমনভাবে ঝরছে যেন পুরো পৃথিবী শোকাহত। ভিজে একাকার আমাদের গল্পের প্রাণ সূর্য। এরমধ্যেই পুলিশ তাকে টেনে হিঁচড়ে বের করছে ছোট্ট ঘর থেকে। পিচ্ছিল ভেজা কংক্রিটে তার পা রক্তাক্ত! কিন্তু কী ছিল সূর্যর অপরাধ? কেন এই রক্তপাত? জবাব মিলবে ঈদে, আমাদের এই অন্যপ্রেমের গল্পে। ’

এবারের ঈদেও সিএমভি’র ব্যানারে থাকছে প্রায় এক ডজন বিশেষ নির্মাণ। ‘মন মঞ্জিল’সহ সবগুলো নাটক ও টেলিছবি উন্মুক্ত হবে ঈদের দিন থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।