ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

অজান্তেই সোনালির গর্ভে এসেছিল সন্তান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, মে ২৪, ২০২৫
অজান্তেই সোনালির গর্ভে এসেছিল সন্তান!

নব্বইয়ের দশকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সোনালি বেন্দ্রে। ১৯৯৪ সালে ‘আগ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

পরবর্তীতে রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী।

নিজের অজান্তেই এই অভিনেত্রীর গর্ভে এসেছিল সন্তান। ওই সময় তিনি নাকি বুঝতেই পারেননি মা হলে যাচ্ছেন। ওই সময় মারাঠি সিনেমা ‘আগা বাই আরেচা’র গান ‘ছম ছম করতা’র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সোনালি।  

বিষয়টি জানিয়েছেন সোনালি নিজেই। সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানের জন্য এই অভিনেত্রীর বাড়িতে যান নৃত্যপরিচালক ফারহা খান। কাশ্মীরি গুচ্ছি পোলাও রাঁধতে রাঁধতে কথা বলছিলেন তারা। এর ফাঁকে উঠে আসে স্পর্শকাতর বিষয়টিও।  

ফারহা বলেন, “সোনালি, আমরা একসঙ্গে বহু গান নিয়ে কাজ করেছি। ‘আঁখো মে বসে হো তুম’ গানে আমরা কাজ করেছিলাম। তার পরে ‘ডুপ্লিকেট’ সিনেমার গানেও কাজ করি। মনে আছে, মারাঠি গান ‘ছম ছম করতা হ্যায়’ গানেও কাজ করেছিলাম। ” সঙ্গে সঙ্গে সোনালি বলেন, “ওই গানের শুটিং চলাকালীন জানতামও না, আমি অন্তঃসত্ত্বা। ”

সেই সময়ে নাকি সোনালির চেহারা ভারী দেখাত, দাবি ফারহার। এই নৃত্য পরিচালক ভেবেছিলেন, পাঞ্জাবি পরিবারে বিয়ের পর বেশি খাওয়া-দাওয়া করায় ওজন বাড়ছে সোনালির। কিন্তু চেহারা ভারী হওয়ার আসল কারণ ছিল, তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন।

সোনালি বলেন, ‘ফারহা ভাবত, পাঞ্জাবি পরিবারে গিয়ে আমি খুব খাওয়া-দাওয়া করছি। পরে জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা। তার আগে জানতেই পারিনি। ’

গর্ভে সন্তান নিয়েই নাচের দৃশ্যের শুটিং করেছেন সোনালি। কিন্তু ফারহার সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা হয়নি তার। সোনালির কথায়, ‘ফারহার সঙ্গে কাজ করা খুবই সহজ। সরোজজির (সরোজ খান) সঙ্গে কাজ করতে গিয়ে খুব চিন্তা হয়। ফারহার সঙ্গে তেমন হয় না। ফারহা বকুনি দিলেও দু’মিনিটের মধ্যে সব মিটে যায়। ’

২০০২ সালে পরিচালক গোল্ডি বহেলকে বিয়ে করেছিলেন সোনালি। ২০০৫ সালে বিচ ক্যান্ডি হাসপাতালে এই দম্পতির সংসারে জন্ম নেয় পুত্র সন্তান। তার নাম রাখেন রণবীর।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।