আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। সিনেমাটিতে তার বিপরীতে দেখা মিলবে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে।
এদিকে, ঢালিউডের এই নতুন জুটিকে নিয়ে মন্তব্য করেছেন শাকিবের প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ক্যারিয়ারে শাকিবের বিপরীতে সবচেয়ে বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু। তবে একসময় তাদের সংসারে ফাটল ধরলে বড় পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।
তাণ্ডব-জুটিকে নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বলেন, আমি মনে করি, আমাদের বাংলাদেশে যত নায়িকারা আছেন বা শাকিবের সঙ্গে নতুনভাবে কাজ করছেন, তারা খুবই প্রতিভাসম্পন্ন।
সাবিলা নূরের অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, সাবিলা নূরের অনেক কাজ দেখেছি। বিশেষ করে ওর বেশকিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক প্রতিভাসম্পন্ন একটা মেয়ে। সেই প্রতিভার সঙ্গে যুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান। সুতরাং চলচ্চিত্রটির মধ্যদিয়ে সাবিলার জন্য এটা অনেক বড় একটা অভিষেক হতে যাচ্ছে। আশা করি, ও (সাবিলা) অনেক ভালো করবে।
তাণ্ডব সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। সিনেমাটির টানা শুটিং চলছে। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে ইতোমধ্যেই ৭০ শতাংশ শুটিং সম্পন্ন। বর্তমানে সিনেমাটির গান এবং কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে শ্রীলঙ্কাতে।
এ সিনেমায় শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।
এনএটি