ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

অভিনেতা জাভেদ এখন কেমন আছেন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মে ১০, ২০২৫
অভিনেতা জাভেদ এখন কেমন আছেন?

ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের নায়ক ইলিয়াস জাভেদ কয়েক বছর ধরে ক্যান্সারসহ নানা রোগে ভুগছেন। সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এই নায়কের বর্তমান অবস্থা জানিয়ে তার স্ত্রীর ডলি চৌধুরী বলেন, তার শরীর ভালো না। সবাই দোয়া করবেন, যেন সৃষ্টিকর্তা সুস্থ করে দেন।

তিনি আরও বলেন, অপারেশন করার কথা ছিল। কিন্তু এখন অপারেশন করা যাবে না। সে অবস্থায় জাভেদ নেই। চিকিৎসকরা এক মাস পর সিদ্ধান্ত দেবেন। এক মাস অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া কিছুই করার নেই। সবাই প্রার্থনা করবেন।

উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক জাভেদের। ১৯৬৪ সালে মুক্তি পায় সিনেমাটি। তবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। সিনেমাটিতে তার নায়িকা ছিলেন শাবানা।

অভিনয় জীবনে প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়।

নায়ক জাভেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।