ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

কক্সবাজারে নতুন হল, আজ থেকে চলবে যেসব সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, এপ্রিল ২৫, ২০২৫
কক্সবাজারে নতুন হল, আজ থেকে চলবে যেসব সিনেমা

পর্যটননগরী কক্সবাজারে বিনোদনের জন্য চালু হচ্ছে নতুন সিনেমা হল। কক্স থ্রিডি নামের এই সিনেমা হল গত ঈদের আগেই যাত্রা শুরু করেছে।

তবে পরীক্ষামূলকভাবে, সেখানে চীনা ভাষার চলচ্চিত্র চলেছে। শুক্রবার (২৫ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষার চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্স থ্রিডি।

প্রথম দিনেই এই সিনেমা হলে চলবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘বরবাদ’ ও সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র ‘জংলি’। এরই মধ্যে সমুদ্র শহরে পোস্টার টানানো হয়েছে।

সিনেমা হল সংশ্লিষ্টরা বলছেন, একজন চীনা ব্যক্তির উদ্যোগে সুগন্ধা পয়েন্টের কাছে এই সিনেমা হলটি চালু করা হয়েছে। এই হলে একই সঙ্গে একাধিক চলচ্চিত্র প্রদর্শন করা সম্ভব।

এই সিনেমা হলের সিইও মিস্টার ওয়াং। তিনি বলেন, আমি এই দেশের মানুষকে ভালোবেসে ফেলেছি। এ দেশের সংস্কৃতি বেশ উন্নত। তাই এখানে আমি চীন দেশের সংস্কৃতি ও এ দেশের সংস্কৃতির একটা মেলবন্ধন করার জন্য বিনোদনের এই উদ্যোগ নিয়েছি। আশা করি দীর্ঘ সৈকতের এ শহরে আমার উদ্যোগ সফল হবে।

জানা যায়, কক্স থ্রিডিতে মূলত থ্রিডি, ফোর ডি, ফাইভ ডি চলচ্চিত্রগুলোই প্রদর্শন করা হবে। এখানে মোট ২২টি কক্ষ রয়েছে, যার আসন সংখ্যা ১ হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।