ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেত্রী গুলশান আরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, এপ্রিল ১৫, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেত্রী গুলশান আরা

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি, এম রাহিম ও অভিনেতা মিশা সওদাগরসহ অনেকেই।

জানা যায়, হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন এই অভিনেত্রী। এরপরই দ্রুত তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

গুলশান আরা আহমেদের ফেসবুক থেকে মাঝরাতে পোস্ট করা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ’

পরে শোনা যায় মৃত্যুর খবর, লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি গুলশান আরাকে। আর ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে ২০০২ সালে গুলশান আরা টিভি নাটকে যাত্রা শুরু করেন। তবে নিজেকে একজন সিনেমার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ সিনেমায়।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দর্শকদের উপহার দিয়েছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’র মতো জনপ্রিয় সব সিনেমা। সবশেষ তাকে দেখা গেছে এম রাহিমের ‘জংলি’ সিনেমায়।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।