ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিনোদন

নাট্যবেদের দিনব্যাপী পথনাটক উৎসব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্যদল নাট্যবেদ। দলটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালনের জন্য ১০ নভেম্বর দিনব্যাপী পথনাটক উৎসবের আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বর [ডাস] প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী এই উৎসবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য নাট্যজন, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ দর্শক। উৎসবে ঢাকার ৮টি নাট্যদল তাদের পথনাটক পরিবেশনা করবে। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান উদ্বোধন করবেন মান্নান হীরা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পথনাটক পরিষদ, জাহিদ রিপন, সভাপতি, বাংলাদেশ মাইম ফেডারেশন, আহমেদ গিয়াস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

বাংলাদেশ সময় : ১৬০২ ঘন্টা, নভেম্বর ০৮, ২০১২
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।