ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঈদের পর কোথায় ঘুরছেন ফারিণ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, এপ্রিল ১১, ২০২৫
ঈদের পর কোথায় ঘুরছেন ফারিণ?

দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। সিনেমা, নাটক এবং ওটিটি তিন মাধ্যমেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

তবে কাজের বাইরেও ব্যক্তি জীবনও বেশ উপভোগ করছেন এই তারকা।

বর্তমানে ছুটিতে থাকা এই অভিনেত্রীর সময় কাটছে নিজের মতো করে।

ফারিণ আগেই জানিয়ে ছিলেন এবারের ঈদুল ফিতর তিনি পালন করবেন যুক্তরাজ্যে। কথা অনুযায়ী সেখানে স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ঈদ করেছেন তিনি। এরপর এখন যুক্তরাজ্যে ঘোরাঘুরি করে সময় কাটছে তার। যার ছবি ভেসে বেড়াচ্ছে ফারিণের সামাজিকমাধ্যমে।  

এদিকে ফারিণ জানিয়েছেন চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন নতুন কাজ নিয়ে।

এবারের ঈদে তাসনিয়া ফারিণ অভিনীত ‘হাউ সুইট’ ওয়েব ফিল্ম মুক্তি পায় বঙ্গ বিডিতে। কাজল আরেফিন অমির পরিচালনায় এতে ফারিণের বিপরীতে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।