ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে ফিরলেন অপূর্ব, সঙ্গে তটিনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
শুটিংয়ে ফিরলেন অপূর্ব, সঙ্গে তটিনী

একটা সময় যাকে মাসের ত্রিশ দিনই শুটিং করতে দেখা যেত, সেই জিয়াউল ফারুক অপূর্বকে এখন আর নাটকে সেভাবে দেখা যায় না। কয়েক মাসে একটি কিংবা দুটি নাটকে হাজির হন।

এর মধ্যে ওটিটির কাজে নিজেকে ব্যস্ত করেছিলেন। সর্বশেষ ‘গোলাম মামুন’ দিয়ে এই মাধ্যমেও নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছিলেন এই তারকা।

অবশেষে কয়েক মাস পর ফিরলেন ছোট পর্দার সবচেয়ে বড় এই তারকা।

রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী।

নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন, অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন। এটা একটা অন্য রকম গল্প। এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী। এই জুটিকে নিয়ে একটানা দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

আকবর হায়দার মুন্না প্রযোজিত এ নাটকটি খুব শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫,  ২০২৪
এনএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।