ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আলো আসবেই’ গ্রুপে নাকি কখনো প্রবেশ করেননি বাবু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
‘আলো আসবেই’ গ্রুপে নাকি কখনো প্রবেশ করেননি বাবু! ফজলুর রহমান বাবু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন শোবিজের অনেক শিল্পী। ছাত্রদের বিপক্ষে সরব ছিলেন কেউ কেউ।

সরকার পতনের পর এবার তাদের কর্মকাণ্ড মানুষের সামনে চলে আসছে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সম্প্রতি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন শোবিজেরই কয়েকজন অভিনেত্রী।

এবার গ্রুপে প্রবেশের বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ গ্রুপে এড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা- একটা গ্রুপের এডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি, যতজন খুশি এড করতে পারেন।

এই অভিনেতা বলেন, ‘আলো আসবেই’ গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি, আমি কি করে জানবো ওখানে কি লিখছে। ঢালাও ভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
এনএটি 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।